শুধুমাত্র মানুষের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের ফাংশন দ্বারা মানুষকে যাচাই করাটাই অযৌক্তিক।
স্কুল-কলেজ, ইউনিভার্সিটিতে যেসব পরীক্ষা গ্রহণ করা হয়, বা যেকোনো পরীক্ষাতেই মূলত মানুষের স্মৃতিশক্তির পরীক্ষা হয়। এমনকি গণিত ও ফিজিক্স পরীক্ষাতেও মূলত আপনার আগের পড়া তথ্যের ভিত্তিতে উত্তর করতে হয়।
যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে কী হতো?
সিস্টেমটা যদি এমন হতো যে, সবাইকে কোনো একটা টপিক বুঝিয়েই ছেড়ে দেওয়া হতো। আর কারোর কোনো নতুন প্রশ্ন জাগলে বা নতুন কোনো উত্তর খুঁজে পেলে সেটা শুধু বই বা ইন্টারনেটে লিখে রাখা হতো। সবাই আলোচনাও করতো বই দেখে দেখে। তাহলে মনে রাখা বলে আর কোনো ব্যাপারই থাকতো না। অর্থাৎ, পরীক্ষা বলেই কিছু থাকতো না। আর একজন মানুষ কতটুকু তথ্য মনে রেখে ফাংশন করতে পারে, এর ভিত্তিতে মানুষকে জাজ করা তো একেবারেই অযৌক্তিক।
তথ্য মনে রাখার কোনো প্রয়োজন-ই নেই। বই বা ইন্টারনেট থেকে যখন যেটা প্রয়োজন তখন সেটা শুধু দেখে নেওয়া হতো, দেখে দেখেই চিন্তা করা ও গবেষণা হতো, তাহলেই তো হয়। আর তাছাড়া ভবিষ্যতে বিজ্ঞান যদি মানব শরীর ছাড়াই মানুষের চেতনা সংরক্ষণ করতে পারে এবং মানব মস্তিষ্কে প্রযুক্তিগত উপায়ে তথ্য প্রবেশ করাতে পারে, তাহলে তো এখনকার এইসব পরীক্ষার কোনো ভিত্তিই থাকবে না।
যদি এটা সবার শেষ কথা হয়, যদি এটাই শেষ যুক্তি হয়; তাহলে সমাজের এই অযৌক্তিক পরিবর্তনশীলতার মাঝে আপনার থাকাটাই বিরক্তিকর হয়ে দাঁড়ায়। এই বিরক্তিকর সামাজিক পরিবর্তনে আপনি আবদ্ধ থাকবেন কেন? আপনার মুক্ত হয়ে যাওয়া উচিত। আপনার টাকা-পয়সা, প্রভাব-প্রতিপত্তি, বাড়ি, গাড়ি, নারী কোনোকিছুর প্রতিই লোভ থাকা উচিত নয়। কারণ, এগুলো ক্ষণিকের জন্য। প্রকৃতির মধ্যে কিছু জিনিস আপনার কাছে আসছে এবং আবার অন্যকিছুর মাঝে তা যাচ্ছে, শুধু রূপ বদল ঘটছে। মাঝখানে আপনি শূন্য রয়ে যাচ্ছেন। তো এই বিরক্তিকর একঘেয়েমি নিয়মের মাঝে আপনি কেন থাকবেন? আপনার উচিত এসব চাহিদা শূন্য মানুষ হওয়া। এসব বিরক্তিকর ও অযৌক্তিক চাহিদার ঊর্ধ্বে আপনার থাকা উচিত।
সমাজে যেকোনো একটা নীতি স্থিতিশীল থাকছে এবং একসময় তা পরিবর্তিত হয়ে আবার নতুন নীতি আসছে। তাহলে এই বিরক্তিকর ও একঘেয়েমি নিয়মের মাঝে কেন আপনি থাকবেন? যেটা বারংবার একইভাবে বিরক্তিকর ও একঘেয়েমিভাবে পরিবর্তিত হচ্ছে। যে সামাজিক একঘেয়েমি পরিবর্তনশীলতার সম্ভাবনাগুলো আপনার জানা আছে, সেই একঘেয়েমি সিস্টেমে কেন আপনি পড়ে পড়ে মার খাবেন? কেন বিরক্তির মাঝে থাকবেন? চলে যান এই বিরক্তিকর জগত ছেড়ে।
শুধুমাত্র মানুষের স্মৃতিশক্তি ও মস্তিষ্কের ফাংশন দ্বারাই মানুষকে জাজ করা একেবারেই অযৌক্তিক। একটা নির্দিষ্ট সিস্টেমে সমাজ পরিচালনা করাটাই বিরক্তিকর। হারিয়ে যান এই একঘেয়েমি সমাজ ও বিরক্তিকর জগত থেকে।
0 মন্তব্যসমূহ